BreakingNews

ক্ষুদ্ৰ চা চাষিদের জন্য জমির পাট্টার ব্যবস্থা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ চা উৎপাদনে বিপ্লব এনে যে সব ক্ষুদ্ৰ চা চাষি রাজ্যের অগ্ৰগতি ও সমৃদ্ধিতে অবদান রেখেছেন,তাদের জমির পাট্টা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সোনোয়াল সরকার। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ক্ষুদ্ৰ চা চাষিদের জমির পাট্টা ইস্যু করতে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এক একজন ক্ষুদ্ৰ চা চাষিকে সর্বাধিক ৩০ বিঘা করে জমি বরাদ্দ করা হবে এবং যে সব চা চাষিরা টি বোর্ড অফ ইন্ডিয়া এবং চা সঞ্চালকালয়ে নাম নথিভুক্ত করেছেন শুধু তাদের জন্যই জমির পাট্টা বরাদ্দ করা হবে।