‘উত্তরপূর্বে ভূগর্ভের জলে আয়রনের পরিমাণ মাত্ৰাধিক’

‘উত্তরপূর্বে ভূগর্ভের জলে আয়রনের পরিমাণ মাত্ৰাধিক’

গুয়াহাটিঃ উত্তরপুবের রাজ্যগুলোতে ভূগর্ভের জলে অত্যধিক আয়রন থাকায় এই জল পানে যেকোনও রোগ ও ক্ষতি হতে পারে অঙ্গেরও। সেন্ট্ৰাল গ্ৰাউন্ড ওয়াটার বোর্ড জলের নমুনা পরীক্ষার পর এই তথ্য প্ৰকাশ করেছে। এই জল পানের অনুমোদিত সীমা ০.৩ এমজি/লিটার। অসমে এই জলে আয়রন(১৪.৯২ এমজি/লিটার)পাওয়া গেছে।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com