এনআরসিঃ কেন্দ্ৰের কাছে আরও আধাসামরিক বাহিনী চাইল দিশপুর

এনআরসিঃ কেন্দ্ৰের কাছে আরও আধাসামরিক বাহিনী চাইল দিশপুর

এনআরসি-র চূড়ান্ত খসড়া প্ৰকাশের দিন ঘনিয়ে আসছে। তাই সম্ভাব্য গণ্ডগোলের আশঙ্কায় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে দিশপুর বুধবার স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কাছে আরও কেন্দ্ৰীয় আধা সামরিক বাহিনী চেয়েছে। ‘আমরা আরও কেন্দ্ৰীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং কেন্দ্ৰ আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে’-বলেন রাজ্যের ডিজিপি কুলধর শইকিয়া। শইকিয়া আরও বলেন,এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা ও তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে পৌরোহিত্য করেন স্বরাষ্ট্ৰ সচিব রাজীব গৌবা।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com