২-১ গোলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ক্ৰোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে

২-১ গোলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ক্ৰোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে

মস্কোঃ নিজনি নভগোরড-এ বুধবার ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ক্ৰোয়েশিয়া ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে। ম্যাচের অতিরিক্ত সময় ক্ৰোয়েশিয়ান স্ট্ৰাইকার মারিও ম্যান্ডজুকিক বা পায়ের শটে অনবদ্য গোল করে দলকে ফাইনালে খেলার পথ খুলে দেন। আগামি রবিবার বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচে ফ্ৰান্সের বিরুদ্ধে মাঠে নামবে তারা। উল্লেখ্য,ক্ৰোয়েশিয়া এবারই প্ৰথম বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল। তারিয়ে তারিয়ে উপভোগ করার মতো এই অসাধারণ ম্যাচের শুরুতেই ইংল্যান্ড আক্ৰমণাত্মক ভূমিকা নেয়। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় কিয়েরেন ট্ৰিপিয়ারের একটা মাপা ফ্ৰি কিক ক্ৰোয়েশিয়ান কিপারের মাথার উপর দিয়ে বিদ্যুৎগতিতে জালে ঢুকে যায়। প্ৰথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপরই জ্বলে ওঠে ক্ৰোয়েশিয়ান ব্ৰিগেড। অবশেষে ৬৮ মিনিটে ইভান পেরিসিক একটা জাঁদরেল ভলি শটে গোল করে সমতা ফেরান। রেগুলেশন টাইম শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত সময় ১০৯ মিনিটে পেরিসিকের একটা হেডার থেকে ম্যান্ডজুকিক বা পায়ে অসাধারণ শট নিয়ে ইংল্যান্ড কিপার জর্ডন পিকফোর্ডকে পরাভূত করেন। বাকিটা ইতিহাস।

Top Headlines

No stories found.
Sentinel Assam
www.sentinelassam.com